কেজরিওয়াল নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন! কেন এমন বললেন মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, কিছু মানুষ নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করেন। আইনের স্বচ্ছতা এখন এতটাই বেশি রাহুল গান্ধী হোক বা অরবিন্দ কেজরিওয়াল কেউ ছাড়া পাবেন না। সকলের উচিৎ আইনের সম্মান জানানো।

New Update
kejriwal and dharmendra pradhan .jpg

নিজস্ব সংবাদদাতা: কেজরিওয়ালকে ইডির সমন প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, "যারা জনসাধারণের কাছে জবাবদিহির কথা বলতেন তাঁরা তাদের দুর্নীতি লুকানোর কৌশল ব্যবহার করছেন।  নিজেরাই নিজেদের ঠাট্টার কারণ করে তুলেছে। যারা চুরি করে তাঁদের এজেন্সির মুখোমুখি হতে হয়। কিছু মানুষ মনে করেন যে তারা আইনের ঊর্ধ্বে কিন্তু তারা যত শক্তিশালীই হোক না কেন, তাঁদের আইনের প্রতি সম্মান দেখাতে হবে। স্বচ্ছতা এতটাই বেড়েছে যে অরবিন্দ কেজরিওয়াল বা রাহুল গান্ধী কেউই পালাতে পারবে না।"