কেজরিওয়ালের থেকে বড় গুণ্ডা নেই দিল্লিতে! গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, কেজরিওয়ালের থেকে বড় গুণ্ডা নেই দিল্লিতে।

author-image
Tamalika Chakraborty
New Update
giriraj singhh.jpg

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের চেয়ে বড় গুন্ডা আর কেউ নেই। অরবিন্দ কেজরিওয়াল গরিবদের ঠকিয়ে ও তাঁদের নোংরা জল দিয়ে 'গুন্ডাগর্দি' করেছেন। গত দশ বছর ধরে দিল্লিতে তার থেকে বড় 'গুন্ডা' আর কেউ নেই।"