/anm-bengali/media/media_files/49g1bxpl8OINJitpVj9G.jpg)
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের "ভারতের জনগণ আরএসএস-বিজেপি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কারণে হুমকির মুখে" বলে একটি বিবৃতি দেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "দেশ যদি হুমকির সম্মুখীন হয় তবে তা কংগ্রেসের জন্য। কংগ্রেস ভারতকে বিভাজন করতে চায়। ভারতের অভ্যন্তরে গৃহযুদ্ধ চায়। ভারতে রাহুল গান্ধী অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। শুধু রাহুল গান্ধী ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে তা নয়, এতে পূর্ণ সহযোগিতা রয়েছে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের। আপনাদের উদ্দেশ্য কোনওদিন পূর্ণ হবে না। কারণ তরুণরা জেগে উঠেছে এবং আপনার নীতি বুঝতে পেরেছে।"
/anm-bengali/media/media_files/rwIhqJhg9u6KiiuabiLi.jpg)
#WATCH | Delhi: On Congress president Mallikarjun Kharge's "India faces threat from RSS-BJP, Narendra Modi and Amit Shah" statement, Union Minister Giriraj Singh says, "If the country faces a threat, it is from Congress party that wants to have a civil war in India. Rahul Gandhi… pic.twitter.com/D9fWVJupoN
— ANI (@ANI) November 11, 2024
এই ধরনের মন্তব্য শোনা যায় প্রধানমন্ত্রীর মুখেও। মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে বলেন, দেশকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কেউ দেশের মধ্যে বিভাজন করতে পারবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us