/anm-bengali/media/media_files/2025/07/25/ott-2025-07-25-14-17-27.jpg)
নিজস্ব সংবাদদাতা: ওটিটি দুনিয়ায় কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারের। আইন লঙ্ঘনের অভিযোগে একসঙ্গে ২০টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্র। পিটিআই সূত্রে জানা গেছে, এই সমস্ত প্ল্যাটফর্মে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছিল এবং একাধিক কনটেন্টে সরাসরি ভারতীয় আইন লঙ্ঘন করা হচ্ছিল।
সরকারি সূত্রের দাবি, এই প্ল্যাটফর্মগুলিতে নিয়মিতভাবে এমন ভিডিও ও ওয়েব সিরিজ আপলোড হচ্ছিল, যা পর্নোগ্রাফির সঙ্গে একরকম মিলে যায় এবং তা সমাজের উপর খারাপ প্রভাব ফেলছিল। অশালীনতা, অবমাননাকর যৌন কনটেন্ট এবং নারীদের অবমাননাকর উপস্থাপন—এইসব অভিযোগের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত বলে জানা গেছে।
যে ২০টি প্ল্যাটফর্ম ব্যান করা হয়েছে তার মধ্যে রয়েছে জনপ্রিয় ও বিতর্কিত উল্লু, অল্ট বালাজি, দেশিফ্লিক্স, বিগ শটস্ অ্যাপ, বুমেক্স, গুলাব অ্যাপ, লাভাসারা লাইট, আড্ডা টিভি-র মতো ওটিটি প্ল্যাটফর্ম। এগুলিতে দীর্ঘদিন ধরেই নানা ‘অ্যাডাল্ট’ বিষয়বস্তুর মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করা হচ্ছিল বলে অভিযোগ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/25/404-not-found-2025-07-25-14-19-31.jpg)
সরকারের এই পদক্ষেপ পর্ন কনটেন্টের সহজলভ্যতা রুখতেই, এমনটাই মন্ত্রকের তরফে জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একাধিকবার এইসব অ্যাপে আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা অমান্য করায় এবার সরাসরি ব্যান করার পথে হাঁটল কেন্দ্র।
সরকারি আধিকারিকদের মতে, ওটিটি প্ল্যাটফর্মগুলি নিজেদের ‘স্বাধীনতা’র দোহাই দিয়ে বারবার আইন লঙ্ঘন করছিল। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য তথ্যপ্রযুক্তি আইন যে রয়েছে, তা মানতেই হবে—এবার এই কড়া বার্তা পৌঁছে দেওয়া হল এই সিদ্ধান্তের মাধ্যমে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us