সেনার জমি ‘দখলে’! বাংলার নিরাপত্তায় বড় ফাঁক, রাজ্যকে নিশানা করল কেন্দ্র

সংসদে সেনার জমি দখল করার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
Indian army

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের জমি ব্যাপক হারে বেহাত হয়ে গেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ রাজ্যসভায় জানিয়েছেন, বাংলায় সেনাবাহিনীর প্রায় ১৫৪০.৮৫ একর জমি বর্তমানে অবৈধ দখলের কবলে। এই তথ্য সামনে আসতেই রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানায়, রাজ্যে মোট ৪৩,৪৯৩ একর প্রতিরক্ষা জমির মধ্যে ১,৫৪০ একরের বেশি জমি বর্তমানে দখল হয়ে আছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সংলগ্ন সেনা ঘাঁটির কাছাকাছি ২.৩৭ একর জমিও দখল হয়ে গেছে, যা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দার্জিলিংয়ের জালাপাহাড় ও লেবং ক্যান্টনমেন্ট এলাকা এখনও অনুপ্রবেশমুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।

INDIAN ARMY

এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্যের ভূমি প্রশাসন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। অন্যদিকে, বিজেপির তরফে সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে সেনার জমি রক্ষা করতে না পারার জন্য।

সেনা জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এবার কেন্দ্র-রাজ্যের মধ্যে টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠছে, যার প্রতিক্রিয়া আগামী দিনে রাজনীতির ময়দানে স্পষ্টভাবে দেখা যেতে পারে।