ব্রিটেনে বড় ধরনের হিংসা! ভারতীয় বংশোদ্ভূত চারজনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

ব্রিটেনে বড় ধরনের হিংসার ঘটনায় পুলিশ চারজন ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তার করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
UK Police

নিজস্ব সংবাদদাতা: ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে এক হিংসার ঘটনার জেরে চার ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একদল মানুষ ধারালো অস্ত্র নিয়ে ঝগড়া ও হামলার ঘটনায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।

arrested a

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ছয়জনকে আটক করা হয়। তবে তাদের মধ্যে দু’জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

অভিযুক্তদের নাম— হারদীপ সিং (২৮), হরপ্রীত সিং (২৫), মুকেশ কুমার (৩০) এবং লখবিন্দর সিং (২৬)। চারজনই ভারতীয় বংশোদ্ভূত এবং ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বসবাস করেন। পুলিশের তদন্ত এখনও চলছে।