/anm-bengali/media/media_files/2025/07/13/modi-and-nikam-2025-07-13-21-10-37.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকমকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই মনোনয়নের ঘোষণা হতেই এক আবেগঘন তথ্য জানালেন নিকম নিজেই—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাঁকে ব্যক্তিগতভাবে ফোন করে মনোনয়নের কথা জানিয়েছেন।
নিকম জানান, প্রধানমন্ত্রী মোদি যখন তাঁকে ফোন করেন, তখন একেবারেই খোলামেলা ভঙ্গিতে কথা বলেন এবং মারাঠি ভাষায় কথা বলেই শুরু করেন। এই ঘটনায় আবেগতাড়িত নিকম বলেন, “প্রধানমন্ত্রীর মুখে নিজের মাতৃভাষা শুনে আমি অভিভূত।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
তিনি আরও বলেন, “এই মনোনয়ন শুধুমাত্র আমার নয়, এটা দেশের সেই আইনজীবী সমাজের স্বীকৃতি যারা নির্ভয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছেন।” উল্লেখ্য, উজ্জ্বল নিকম ২৬/১১ হামলার বিচার প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করেছিলেন এবং কুখ্যাত জঙ্গি আজমল কাসভের ফাঁসির আদেশ আদায় করেছিলেন।
এই মনোনয়ন দেশের বিচার ব্যবস্থার এক নিদর্শন হয়ে উঠেছে—সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সৈনিক এবার রাজনীতির উচ্চাসনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us