৫৫ বছর বয়সে ১৭ সন্তানের মা! দারিদ্র্যে জর্জরিত উদয়পুরের রেখা গালবেলিয়া

১৭ সন্তানের জন্ম দিলেও না আছে অন্নের জোগাড়, না আছে বাসস্থান। চরম আর্থিক সঙ্কটে দিন কাটছে এই পরিবারের।

author-image
Tamalika Chakraborty
New Update
child a


নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের উদয়পুরে চাঞ্চল্যকর ঘটনা— ৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের জন্ম দিলেন রেখা গালবেলিয়া। এত সন্তান জন্ম দেওয়ার পরেও পরিবারটি চরম দারিদ্র্য ও সংকটে দিন কাটাচ্ছে।

এর আগেও রেখা গালবেলিয়া ১৬টি সন্তানের জন্ম দিয়েছেন। তবে তাঁদের মধ্যে চার ছেলে ও এক মেয়ে জন্মের পরপরই মারা যায়। বর্তমানে যাঁরা বেঁচে আছেন, তাঁদের মধ্যে পাঁচজনের বিয়ে হয়ে গেছে এবং তাঁদের সন্তানও রয়েছে।

মেয়ে শীলা কালবেলিয়া জানালেন পরিবারের সংগ্রামের কথা। তিনি বলেন, “আমাদের ভীষণ কষ্টে বড় হতে হয়েছে। মা’য়ের এত সন্তান আছে শুনে সবাই হতবাক হয়ে যায়।”

স্বামী কাভরা কালবেলিয়া জানান, পরিবার চালানো তাদের জন্য ভয়ঙ্কর কঠিন হয়ে দাঁড়িয়েছে। নিজের কোনো বাড়ি নেই, খাবার জোটানোই এক বড় সমস্যা। তিনি বলেন, “শিশুদের খাওয়ানোর জন্য আমি মহাজনদের কাছ থেকে ২০ শতাংশ সুদে টাকা ধার নিয়েছি। লক্ষ লক্ষ টাকা শোধ করেছি, কিন্তু এখনও সুদের টাকা শেষ হয়নি।”

 child death .jpg

পরিবারটি মূলত ভাঙারি (অপচনশীল সামগ্রী সংগ্রহ) করে জীবিকা নির্বাহ করে। অভাবের কারণে সন্তানদের শিক্ষার সুযোগ করে দিতে পারেননি তাঁরা। কাভরা আরও বলেন, “সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি মঞ্জুর হয়েছিল। কিন্তু জমি আমাদের নামে না থাকায় এখনও আমরা গৃহহীন। খাবার, বিয়ে, শিক্ষা— সব কিছুর জন্য টানাপোড়েন লেগেই আছে। প্রতিদিন এই সমস্যার বোঝা বয়ে বেড়াই।”

উদয়পুরের এই ঘটনা এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।