/anm-bengali/media/media_files/2025/07/26/student-suicide-a-2025-07-26-11-30-53.jpg)
নিজস্ব সংবাদদাতা: উদয়পুরের প্যাসিফিক ডেন্টাল কলেজে এক এমবিবিএস ছাত্রী বৃহস্পতিবার রাতে নিজের হোস্টেলের ঘরে আত্মহত্যা করেন বলে জানা গেছে। রাত ১১টা নাগাদ ওই ছাত্রীর রুমমেট তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে স্পষ্টভাবে কলেজের কিছু স্টাফ সদস্যের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। নোটে উল্লেখ রয়েছে, পরীক্ষার সময়সূচিতে অনিয়ম, ছাত্রছাত্রীদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো এবং কলেজ প্রশাসনের তরফে বারবার অর্থ দাবি করা—এসব কারণেই সে মানসিক চাপে ছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
চিঠিতে আরও দাবি করা হয়েছে, যারা অর্থ দিতে অক্ষম, তাদের উপর টার্গেট করে চাপ সৃষ্টি করা হয়। এই ঘটনার পর কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পড়ুয়ারা কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম চলছে এবং কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ওপর অবিচার করে চলেছে। তারা দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ছাত্রীর লেখা সুইসাইড নোটটি বিশেষ প্রমাণ হিসেবে বিবেচনা করছে। ছাত্রদের আন্দোলন চলতে থাকায় কলেজ প্রশাসনের বিরুদ্ধে চাপ ক্রমেই বাড়ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us