New Update
/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
নিজস্ব সংবাদদাতা: সংযুক্ত আরব আমিরশাহিতে ব্যবসা করা এক ভারতীয় ব্যবসায়ী কেরালায় সফরের সময় অপহৃত হন। তবে সৌভাগ্যবশত সময়মতো পুলিশ তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের ধারণা, এই অপহরণের মূল পরিকল্পনাকারী ব্যবসায়ীর প্রাক্তন কর্মচারী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/j4ChO8l2Jk8ig1oDQudx.jpg)
৩৬ বছরের ওই ব্যবসায়ীর নাম ভি.পি. শামির। শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে মালাপ্পুরামে বাড়ি ফেরার পথে মোটরবাইকে যাচ্ছিলেন শামির। তখনই একদল দুষ্কৃতী তাঁকে আটকায় এবং জোর করে একটি টয়োটা ইনোভা গাড়িতে তুলে নিয়ে যায়। দ্রুত পদক্ষেপে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us