মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে কিশোর আহত, দুই গ্রামবাসী খুন! ফের মাও আতঙ্ক ছড়াল বিজাপুরে

রাতের অন্ধকারে বিজাপুরের দুই গ্রামবাসীকে কুপিয়ে খুন করল মাওবাদীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
maobadi

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ফের মাওবাদী হামলার রক্তাক্ত ছাপ। রবিবার গভীর রাতে দুই গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করল অজ্ঞাতপরিচয় মাওবাদীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৪ থেকে ৫ জন সশস্ত্র হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ওই দুই নিরীহ গ্রামবাসীর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

নিহতদের মধ্যে একজনের নাম কাওয়াসি যোগা  (৫৫), যিনি ছুটওয়াই গ্রামের বাসিন্দা। অপরজন, মঙ্গলু কুরসাম (৫০), বাড়ি বড়া তাররেম গ্রামে। এই দুই গ্রামের মাঝামাঝি জায়গায় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অনুমান। পুরো ঘটনার তদন্তে নেমেছে তাররেম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালানো হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

dead

এই নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বিজাপুরেরই কোন্ডাপাডগু গ্রামে মাওবাদীদের পেতে রাখা প্রেসার আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হয় এক ১৬ বছরের কিশোর। ওই বিস্ফোরণের সঙ্গে মাওবাদীদের জড়িত থাকার সন্দেহ প্রবল। একের পর এক এমন নাশকতার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলায়।