অন্ধ্রপ্রদেশে সাব-জেল থেকে রোমহর্ষক পালানো! ওয়ার্ডারকে হাতুড়ি মেরে চাবি ছিনিয়ে পালালো দুই বন্দি

ওয়ার্ডারকে হাতুড়ি মেরে চাবি ছিনিয়ে অন্ধ্রপ্রদেশের জেল থেকে দুই বন্দি পালালো।

author-image
Tamalika Chakraborty
New Update
andhra pradesh police a

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের চোদাভারম সাব-জেলে শুক্রবার বিকেলে ঘটে গেল চাঞ্চল্যকর পালানোর ঘটনা। বিকেল চারটের সময় দুই বন্দি একসঙ্গে পালিয়ে যায় জেল থেকে।

প্রথমে হঠাৎই রান্নাঘরে থাকা বন্দি নাক্কা রাভিকুমার, যিনি পেনশন ফান্ডে অর্থ আত্মসাতের অভিযোগে জেলে ছিলেন, জেল সুপারভাইজার তথা হেড ওয়ার্ডার বাসা ভীরারাজুকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর তাঁর কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে বাইরে বেরিয়ে যান।

এই বিশৃঙ্খলার সুযোগ নেয় আরও এক বন্দি বেজাওয়াড়া রামু। চুরির মামলায় ধৃত রামুও রান্নাঘরে কাজ করছিল। তিনিও সুযোগ বুঝে রাভিকুমারের সঙ্গে পালিয়ে যায়।

prison w

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। আঘাতপ্রাপ্ত হেড ওয়ার্ডারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশ পুলিশের দাবি, খুব শিগগিরই দুই বন্দিকে পাকড়াও করা সম্ভব হবে। তবে সাব-জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে।