‘নজরদারিতে’ নয়, এখনই সাবধান! ভারতেও হানা দিল NB.1.8.1 ও LF.7

ভারতে করোনার নতুন দুই ভ্যারিয়েন্ট NB.1.8.1 ও LF.7 শনাক্ত হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Coronavirus-Shutterstock-CMS

নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে ধীরে ধীরে ফের বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় সংস্থা ইনস্যাকগ-এর তথ্য অনুযায়ী, সম্প্রতি ভারতের মধ্যে দুটি নতুন করোনা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

এই দুটি ভ্যারিয়েন্টের নাম— NB.1.8.1 এবং LF.7। NB.1.8.1-এর একটি কেস এপ্রিল মাসে তামিলনাড়ুতে ধরা পড়ে। অন্যদিকে, LF.7 ভ্যারিয়েন্টের চারটি কেস মে মাসে শনাক্ত হয়েছে। চিন এবং এশিয়ার কিছু অংশে এই ভ্যারিয়েন্টগুলিই  করোনা সংক্রমণ বাড়ার পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ ছড়িয়েছে।

coronacentre

ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। মাস্ক ব্যবহার, হাইজিন মেনে চলা এবং উপসর্গ দেখা দিলেই টেস্ট করানোর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।