ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়েকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ইমামের দুই ছাত্র

স্ত্রী ও দুই মেয়েকে খুনের অভিযোগে গ্রেপ্তার ইমামের দুই ছাত্র।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested a

নিজস্ব সংবাদদাতা : রক্ত জমে যাওয়ার মতো নৃশংস খুন। উত্তরপ্রদেশের বাঘপত জেলায় এক ইমামের স্ত্রী ও দুই ছোট কন্যাকে ঘুমন্ত অবস্থায় খুন করল দুই নাবালক। পুলিশ জানিয়েছে, ওই দুই নাবালকই ইমামের ছাত্র। প্রতিশোধের নেশাতেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মৃতা ইসরানা (৩০) বাঘপতের গঙ্গনাউলি গ্রামের প্রধান মসজিদের ইমাম ইব্রাহিমের স্ত্রী। তাঁদের দুই কন্যা, পাঁচ বছরের সোফিয়া ও দুই বছরের সুমাইয়া, মায়ের সঙ্গে একই ঘরে ঘুমোচ্ছিল। রাতের অন্ধকারে বাড়ির ভিতরে ঢুকে ওই দুই নাবালক একে একে তিনজনকেই নির্মমভাবে হত্যা করে। সকালে মসজিদে পড়তে আসা অন্য বাচ্চারা ঘরে রক্তাক্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

dead

জানা গিয়েছে, ঘটনার সময় ইমাম ইব্রাহিম দেববন্দে ধর্মীয় কাজে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ওই দুই ছাত্র নাকি আগে গুরুতর শাস্তি পেয়েছিল ইব্রাহিমের হাতে। সেই রাগ থেকেই প্রতিশোধ নিতে এই নৃশংস কাজ করেছে তারা। পুলিশ ইতিমধ্যেই দুই নাবালককে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গোটা গ্রাম এখন শোক ও আতঙ্কে স্তব্ধ। প্রতিবেশীদের অনেকেই জানিয়েছেন, ইসরানা ও তাঁর দুই মেয়েকে সবাই খুব ভালবাসতেন। এমন নির্মম ঘটনার কথা কেউ ভাবতেও পারেননি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।