/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক বিরল মুহূর্তে ক্যামেরাবন্দি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যখন ভারতের কঠোর পাল্টা জবাব নিয়ে প্রশ্ন শুনে তিনি যেন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। মঙ্গলবার (স্থানীয় সময়) সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে এই ঘটনা ঘটে।
প্রশ্নটি ছিল ভারতের সেই মন্তব্য নিয়ে, যেখানে নয়াদিল্লি সরাসরি তুলে ধরেছে—মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও রাশিয়া থেকে ইউরেনিয়াম ও কেমিক্যাল সার উৎপাদনের কাঁচামাল আমদানি করে, অথচ ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কড়া সমালোচনা করছে। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মস্কোর সঙ্গে সম্পর্ক রাখার কারণে ভারতের ওপর “বড়সড়” শুল্ক আরোপ করবেন।
সাংবাদিকের সোজাসাপ্টা প্রশ্ন ছিল— “ভারত বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ইউরেনিয়াম, কেমিক্যাল সার আমদানি করছে, অথচ তাদের জ্বালানি আমদানি নিয়ে সমালোচনা করছে। আপনার জবাব কী?”
এই প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষিপ্তভাবে বলেন, তিনি রাশিয়া থেকে মার্কিন আমদানির বিষয়ে কিছু জানেন না।
#WATCH | Responding to ANI's question on US imports of Russian Uranium, chemical fertilisers while criticising their (Indian) energy imports', US President Donald Trump says, "I don't know anything about it. I have to check..."
— ANI (@ANI) August 5, 2025
(Source: US Network Pool via Reuters) pic.twitter.com/OOejcaGz2t
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us