/anm-bengali/media/media_files/2025/11/04/train-accident-2025-11-04-18-26-50.png)
নিজস্ব সংবাদদাতা: ছত্তীসগড়ের বিলাসপুরে ভয়াবহ রেলদুর্ঘটনা। মঙ্গলবার জয়রামনগর স্টেশনের কাছে মুখোমুখি সংঘর্ষ হল প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির। ধাক্কার অভিঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরাটি পুরোটা উঠে গিয়ে চেপে বসে মালগাড়ির ওপর। মুহূর্তে ভয়ানক দৃশ্য—চিৎকার, ধোঁয়া, লোহার স্তূপ, ছড়িয়ে ছিটিয়ে যাত্রীদের জিনিসপত্র।
দুর্ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। আহত বহু যাত্রীকে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিলাসপুরের জেলাশাসক সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি কোরবা থেকে বিলাসপুরের দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসছিল মালগাড়ি। প্রাথমিক অনুমান, সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিতেই একই লাইনে চলে আসে দুটি ট্রেন। কোনও রেলকর্মীর গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিং জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ওভারহেড তার ছিঁড়ে গিয়ে সিগন্যালিং সিস্টেম সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ফলে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল বা রুট ডাইভার্ট করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।
দুর্ঘটনার পরই রেল প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকারী দল টর্চ, কাটার, ক্রেন নিয়ে কাজ করছে। রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে—
চম্পা জংশন: ৮০৮৫৯৫৬৫২
রায়গড়: ৯৭৫২৪৮৫৬০
পান্ড্রা রোড: ৮২৯৪৭৩০১৬২
দুর্ঘটনাস্থল: ৯৭৫২৪৮৫৪৯৯ / ৮৬০২০০৭২০২
হঠাৎ এই বিপর্যয়ে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন তাঁরাও। চোখের সামনে চলছে ট্রেনের ভাঙা কামরার নিচে চাপা পড়ে থাকা যাত্রীদের বের করার মরিয়া চেষ্টা।
এমনই সময়ে আবার প্রশ্ন উঠছে—কেন বারবার সিগন্যাল সমস্যায় রেল? অবহেলা, না প্রযুক্তিগত ব্যর্থতা? উত্তর খুঁজছে তদন্ত কমিটি, আর অপেক্ষায় পরিবারেরা, যাদের প্রিয়জন এখনও নিখোঁজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us