Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় কমপক্ষে দুই জন মারা গিয়েছে। ১৬ জন আহত হয়েছেন। ঘটনায় বাইসারাণ উপত্যকার পাশাপাশি পহেলগাঁওয়ে থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, পহেলগাঁও থেকে বাইসারান যাওয়ার রাস্তায় এই হামলা চালানো হয়েছে। পর্যটকদের নাম, পরিচয় জানার পরেই জঙ্গিরা হামলা চালিয়েছে। অন্যদিকে, নিরাপত্তা রক্ষীরা বাইসারানের সমস্ত হোটেল থেকে পর্যটকদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যদিও পহেলগাঁওয়ের হোটেলে এখনও পর্যটকরা রয়েছে। পাশাপাশি পহেলগাঁওয়ের সমস্ত দোকান বন্ধ হয়ে গিয়েছে। গোটা রাস্তা টহল দিচ্ছে নিরাপত্তারক্ষীরা। পহেলগাঁওয়ের আকাশে চপার ওড়ানো হচ্ছে নিরাপত্তার জন্য।
/anm-bengali/media/media_files/2025/04/22/bFTZRpcGuFNlLXuzSy1p.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us