নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের কুল্লু জেলার কসোলের কাছে পার্বতী নদীর ধারে ভয়াবহ দুর্ঘটনা। বারশেইনি বাঁধ থেকে কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ জল ছাড়ায় ভেসে গেল দুই পর্যটক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে নদীর জলস্তর দ্রুত বাড়তে থাকে। তখনই নদীর ধারে হাঁটছিলেন দুই পর্যটক। তারা আচমকাই প্রবল স্রোতে ভেসে যান। এরপর এক পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে, অন্যজন এখনও নিখোঁজ। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল তল্লাশি চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পার্বতী হাইড্রোইলেকট্রিক প্রকল্প থেকে কোনও সাইরেন বা আগাম নোটিস ছাড়াই জল ছাড়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
এই ঘটনায় প্রশ্ন উঠেছে প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে। কীভাবে পর্যটক-বহুল এলাকায় এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে কোনও সতর্কতা ছাড়াই? এই মৃত্যু শুধু দুর্ঘটনা নয়, স্থানীয়দের মতে, এ এক প্রশাসনিক খুন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us