মাওবাদী আন্দোলনের রক্তাক্ত ইতি? নিরাপত্তারক্ষীর গুলিতে খতম মাও নেতা কেশব রাও

ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীর গুলিতে খতম শীর্ষ মাও নেতা কেশব রাও।

author-image
Tamalika Chakraborty
New Update
keshab rao

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হলেন অন্তত ৩০ জন নকশাল, যাদের মধ্যে রয়েছেন শীর্ষ নকশাল নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ। সূত্রের খবর অনুযায়ী, বাসবরাজের মাথার দাম ছিল ১ কোটি টাকা। দীর্ঘদিন ধরেই দেশের একাধিক নিরাপত্তা সংস্থা তার খোঁজে তৎপর ছিল।

Maoist fdf

বাসবরাজ নিষিদ্ধ সংগঠন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওয়িস্ট)-এর সাধারণ সম্পাদক পদে ছিলেন। ১৯৭০-এর দশক থেকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত এই কুখ্যাত নেতা দীর্ঘদিন ধরেই সরকারের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন। অবশেষে ছত্তিশগড়ে জেলা রিজার্ভ গার্ড (DRG)-এর অভিযানে তাকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।

এই অভিযানকে দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় সাফল্য বলে মনে করছে প্রশাসন।