নিঠারি কাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুরেন্দ্র কোলি মুক্তি পেতে পারেন! সুপ্রিম কোর্ট মিলল বড় ধরনের ইঙ্গিত

নিঠারি কাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত সুরেন্দ্র কোলি মুক্তি পেতে পারেন সুপ্রিম কোর্টে।

author-image
Tamalika Chakraborty
New Update
nithari case

নিজস্ব সংবাদদাতা: নিঠারি কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুরেন্দ্র কোলির করা কারেটিভ পিটিশনের (শেষ পর্যায়ের আপিল) শুনানি শেষে মঙ্গলবার সুপ্রিম কোর্ট রায় সংরক্ষণ করেছে। আদালত পর্যবেক্ষণ করেছে, এই আবেদনটি “গৃহীত হওয়া উচিত।”

২০০৬ সালের ২৯ ডিসেম্বর, নয়ডার নিঠারির মনিন্দর সিং পণ্ডের বাড়ির পেছনের নর্দমা থেকে আট শিশুর কঙ্কাল উদ্ধার হওয়ার পর গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই ভয়াবহ হত্যাকাণ্ডেই অন্যতম অভিযুক্ত ছিলেন সুরেন্দ্র কোলি।

মঙ্গলবার প্রধান বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সুর্যকান্ত এবং বিক্রম নাথ–এর বেঞ্চে কোলির আবেদন শুনানি হয়। শুনানির সময় আদালত মন্তব্য করে যে, কোলির বাকি সব নিথারি মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন, তাই এই মামলায় দণ্ড বহাল থাকা একটি “অস্বাভাবিক পরিস্থিতি” তৈরি করেছে।

Supreme court
ফাইল চিত্র

প্রধান বিচারপতি গাভাই বলেন, “এই মামলাটি এক মিনিটেই মঞ্জুর করা উচিত।” যদি এই আবেদন গৃহীত হয়, তাহলে সুরেন্দ্র কোলি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন, কারণ তিনি ইতিমধ্যেই অন্য সব নিঠারি মামলায় অপরাধমুক্ত ঘোষিত হয়েছেন। আদালত আরও জানায়, এই মামলায় কোলির দোষী সাব্যস্ত হওয়ার মূল ভিত্তি ছিল একটি বয়ান ও রান্নাঘরের ছুরি উদ্ধার, যা প্রমাণ হিসেবে যথেষ্ট কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে বেঞ্চ।

সংক্ষিপ্ত শুনানির সময় প্রধান বিচারপতি সিবিআই-এর পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজকুমার ভাস্কর ঠাকুরে–এর সঙ্গে হালকা রসিকতাও করেন।