রামমন্দির ঘিরে তৈরি হচ্ছে টিনশেড টাউন! কারা থাকতে পারবেন সেখানে

অযোধ্যায় রামমন্দিরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে টিনশেড টাউন। যে সমস্ত পুণ্যার্থী রাতে থাকতে চাইবেন, তাঁদের জন্যই এটা তৈরি হচ্ছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে টিনশেড টাউন তৈরির কাজ শেষ হবে।

New Update
RAM MANDIR EDIT .jpg

নিজস্ব সংবাদদাতা: শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, " যদি  ১০,০০০ থেকে ১৫,০০০ জন পুণ্যার্থী রাতে আশ্রয় নিতে চান, তাহলে তাঁরা কোথায় থাকবেন? তাঁরা কোথা থেকে খাবার এবং জল পাবেন? এই কারণেই ট্রাস্ট একটি নতুন টিনশেড শহর স্থাপন করছে। যা  ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শেষ হবে।  এই কারণে সারা দেশের ভিএইচপি এবং আরএসএস-এর অভিজ্ঞ কর্মীদের  আহ্বান করা হচ্ছে, সবাই যেন তাঁদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেন।"