"নোটস দেব" বলে ডেকে নিয়ে ধর্ষণ! ফের কলেজে অধ্যাপকের ভয়ঙ্কর মুখোশ ফাঁস!

বেঙ্গালুরুতে এক কলেজের ছাত্রীকে নোটস দেওয়ার নাম করে দুই অধ্যাপক ও তাঁদের বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।

author-image
Tamalika Chakraborty
New Update
Rape

নিজস্ব সংবাদদাতা: বালাসোরের এফএম কলেজের ছাত্রী আত্মাহুতির মর্মান্তিক ঘটনার রেশ এখনও কেটে ওঠেনি। সেই ঘটনায় প্রভাষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার কর্ণাটকের এক কলেজে ফের সামনে এল আরও এক লজ্জাজনক ও বিভীষিকাময় কাণ্ড। বেঙ্গালুরু শহরের মারাথাহাল্লি এলাকায় একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের দুই অধ্যাপক সহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গ্রেফতারি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম— পদার্থবিদ্যার অধ্যাপক নরেন্দ্র, জীববিদ্যার অধ্যাপক সন্দীপ ও তাঁদের বন্ধু অনুপ। অভিযোগ, ওই কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন তাঁরা।

Rape

ছাত্রীটির অভিযোগ অনুযায়ী, প্রথমে নরেন্দ্র তাঁকে পড়াশোনার সাহায্য ও নোটস দেওয়ার নাম করে যোগাযোগ শুরু করেন। ধীরে ধীরে চ্যাটের মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এরপর একদিন নরেন্দ্র তাঁকে বেঙ্গালুরুর মারাথাহাল্লিতে অনুপের ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানেই ঘটে নারকীয় ঘটনা— অভিযোগ, সেখানে তাঁকে ধর্ষণ করা হয় এবং মুখ খুললে ভয়ঙ্কর পরিণতির হুমকিও দেওয়া হয়।

ধর্ষণের শিকার হওয়ার পর ভয়ে ও মানসিক চাপে থাকলেও, সাহস করে ছাত্রীটি কংক্রীট পদক্ষেপ নেন। কর্ণাটক মহিলা কমিশনে অভিযোগ জানান তিনি। কমিশনের নির্দেশে মারাথাহাল্লি থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেফতার করে।

এই ঘটনার জেরে রাজ্যের শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছাত্রীর নিরাপত্তা, কলেজ ক্যাম্পাসে নৈতিকতা ও শিক্ষকের চরিত্র নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানেই ছাত্রীদের উপর এমন বর্বরতা— তা চরম উদ্বেগের কারণ হয়ে উঠেছে।