কুবেরেশ্বর ধামে হুড়োহুড়িতে পদপিষ্ট! মুহূর্তে প্রাণ গেল দুই মহিলার, শোকের ছায়া মধ্যপ্রদেশে

কুবেরেশ্বর ধামে পদপিষ্ট হয়ে দুই মহিলার মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
p

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের সেহোর জেলায় কুবেরেশ্বর ধাম পরিণত হল মৃত্যুকূপে। ভক্তদের অতিরিক্ত ভিড় ও নিয়ন্ত্রণহীন হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল দুই মহিলার, গুরুতর আহত হলেন আরও অন্তত ১০ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের দ্রুতই সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসকরা প্রাণপণ লড়াই করছেন তাঁদের বাঁচানোর জন্য।

ঘটনাটি ঘটে কানওয়ার যাত্রার প্রস্তুতির মাঝেই। বুধবার কুবেরেশ্বর মন্দির থেকে পণ্ডিত প্রদীপ মিশ্রের নেতৃত্বে যাত্রা শুরুর কথা ছিল। প্রতি বছর শ্রাবণ মাসে এই মন্দিরে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে, কিন্তু এ বছর যাত্রার কারণে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। সোমবার থেকেই জমতে শুরু করেছিল জনসমুদ্র, আর মঙ্গলবার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে প্রশাসনের নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে পড়ে। তখনই হুড়োহুড়ির মধ্যে মাটিতে পড়ে গিয়ে পিষ্ট হন অনেকে। কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দুই মহিলা, বাকিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

dead

স্থানীয়রা জানিয়েছেন, ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তার ব্যবস্থা ছিল না। ফলে বিপুল জনসমাগম মুহূর্তে রূপ নেয় চরম বিশৃঙ্খলায়। এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রশ্ন উঠছে, এত বড় ধর্মীয় অনুষ্ঠানের আগে কেন নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি?