এবার মুম্বাইয়ে হামলার ছক কষছে পাকিস্তান! শহর জুড়ে জারি করা হল উচ্চ সতর্কতা

এবার মহারাষ্ট্রের একাধিক শহরে উচ্চ সতর্কতা জারি করা হল।

author-image
Tamalika Chakraborty
New Update
vcs


নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ষা বাংলোয় অনুষ্ঠিত হল এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বৈঠকে সেনা, নৌসেনা, বায়ুসেনা, কোস্ট গার্ড, সিভিল ডিফেন্স এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিকরাও অংশ নেন।

বৈঠক শেষে একনাথ শিন্ডে জানান, “আজ মুখ্যমন্ত্রী এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন। আগে মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তাই আমাদের এখন থেকেই সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। এই বৈঠকে মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।”

eknath shinde df.jpg

তিনি জানান, যে সমস্ত স্থাপনাগুলি সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে, যেমন— ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BRC), জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট (JNPT), রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মুম্বই স্টক এক্সচেঞ্জ, সিএসটি রেল স্টেশন— সেগুলির চারপাশে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

একনাথ শিন্ডে বলেন, “আমরা চাই রাজ্যবাসী নিরাপদ থাকুক। তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সব দিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এই বৈঠকের মাধ্যমে রাজ্য সরকার স্পষ্ট বার্তা দিয়েছে— মহারাষ্ট্রের নিরাপত্তায় কোনও রকম গাফিলতি চলবে না।