মাটি, পাথর, রঙ মিশিয়ে সার! কৃষকের জমিতে বিষ ঢালছিল এই চক্র

মাটি, পাথর, রঙ মিশিয়ে সার তৈরি ও বিক্রি করছিল রাজস্থানের এই চক্র।

author-image
Tamalika Chakraborty
New Update
fake saar


নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে ভুয়া সার তৈরির বিরুদ্ধে রাজ্য সরকারের বড়সড় অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষি ও ভোক্তা অধিকার দপ্তরের যৌথ অভিযান চালিয়ে রাজ্যের একাধিক জায়গায় ভুয়া সার ও নিম্নমানের বীজ উৎপাদনের বিশাল চক্রের সন্ধান পাওয়া গেছে। এই ভুয়া সার শুধু রাজস্থানেই নয়, অন্যান্য রাজ্যেও পাঠানো হচ্ছিল।

agriculture land

জয়পুর, কিশনগড়, শ্রীগঙ্গানগর ও রাজস্থানের বিভিন্ন শিল্পাঞ্চলে একসাথে ৩০টিরও বেশি কারখানায় হানা দেয় আধিকারিকরা। তদন্তে উঠে এসেছে, marble slurry (পাথর কাটার বর্জ্য), পাথরের গুঁড়ো, মাটি ও রঙ মিশিয়ে নকল সার বানানো হচ্ছিল এবং তা মূল কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছিল।