/anm-bengali/media/media_files/2025/09/07/dakati-a-2025-09-07-20-35-39.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভোপালে ঘটল এক অদ্ভুত ডাকাতির ঘটনা—যেখানে লুটেরাদের ক্ষতি হলো লুটের চাইতে অনেক বেশি। বৃহস্পতিবার গভীর রাতে আয়োধ্যা নগর এলাকায় প্রায় ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এক দস্যু দল, কিন্তু শেষমেশ তাদের নিজেদের ২ লাখ টাকার মোটরসাইকেল ফেলে পালাতে হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ১১টা নাগাদ নীরজ নামে এক মুদিখানা ব্যবসায়ী দোকান থেকে কয়েক দিনের আয় নিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই একটি প্রাইভেট স্কুলের কাছে তাকে আটকায় তিন দুষ্কৃতী, যারা মোটরসাইকেলে চেপে এসেছিল। তারা জোর করে নীরজের টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
হঠাৎ হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির সময় নীরজের স্কুটার উল্টে যায় এবং ব্যাগটি তার হাত থেকে পড়ে যায়। সুযোগ বুঝে দুষ্কৃতীরা ব্যাগটি তুলে নেয়। কিন্তু এর পরেই ঘটে চরম বিপত্তি—তাদের মোটরসাইকেল আর স্টার্ট হচ্ছিল না!
ঠিক সেই সময় নীরজ চিৎকার শুরু করেন। আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসতেই আতঙ্কে পড়ে যায় ডাকাতেরা। গাড়ি ফেলে রেখে তারা দৌড়ে পালিয়ে যায়।
ফলাফল দাঁড়াল—ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা মেলে ৮০ হাজার, অথচ তারা হারাল নিজেদের দামি বাইক, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us