মন্দিরে চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর! সকালে পুরোহিত ডেকে জাগালেন, দেখুন তারপর কী হল

মন্দিরে চুরি করতে এসে ঘুমিয়ে পড়লেন চোর।

author-image
Tamalika Chakraborty
New Update
jharkhand thief

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় এক কালীমন্দিরে রাতে চুরি করতে ঢুকে বিস্ময়কর কাণ্ড ঘটাল এক যুবক। রাতের অন্ধকারে মন্দিরের পেছনের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে অভিযুক্ত, যার নাম বীর নায়েক। উদ্দেশ্য ছিল মন্দিরের মূল্যবান জিনিসপত্র চুরি করা।

কিন্তু চুরি করতে এসে সে যা করল, তা পুলিশ ও মন্দিরের পুরোহিতদের হতবাক করে দেয়। গভীর রাতে মন্দিরে ঢুকে সে  ঘুমিয়ে পড়ে।  সকালে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা থানায় খবর দেন।

arrested bihar

পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায়, অভিযুক্ত চোর মন্দিরের ভিতর গভীর ঘুমে আচ্ছন্ন! সঙ্গে সঙ্গে তাকে জাগিয়ে তোলা হয় এবং তার কাছ থেকে চুরি হওয়া সামগ্রীও উদ্ধার করা হয়।

পুরো ঘটনাটি ঘটে পশ্চিম সিংভূম জেলার বাজার চত্বর এলাকায় অবস্থিত কালীমন্দিরে। চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।