নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পেশ করা বাজেটের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ পূর্ণ প্রস্তুতি নিচ্ছে৷ আমরা আশা করি যে এই বাজেট, যা বসন্ত পঞ্চমীর উপলক্ষ্যে পেশ করা হয়েছিল, তা আমাদের দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে৷ বসন্তের রঙ নিয়ে এগিয়ে চলব আমরা। সৌভাগ্যের দিকে আরও এগোতে ২৪ ফেব্রুয়ারি (মধ্যপ্রদেশে) গ্লোবাল ইনভেস্টর সামিটে যোগ দিচ্ছেন। মধ্যপ্রদেশের এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দরিদ্র, নারী, যুবক, কৃষক এবং সকলের কল্যাণে এই গ্লোবাল ইনভেস্টের সামিটের আয়োজন করা হয়েছে।"
#WATCH | Bhopal, MP | Madhya Pradesh CM Mohan Yadav says, "Madhya Pradesh is making full preparations in the context of the budget presented under the leadership of PM Narendra Modi. We hope that this budget, which was presented close to the occasion of Basant Panchami, moves our… pic.twitter.com/SA8Ckh5CcN
— ANI (@ANI) February 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us