বিরোধী বিধায়কদের বিরুদ্ধে তীব্র অভিযোগ, পাল্টা সওয়াল কংগ্রেসের

বিরোধীরা ফ্লোর টেস্টের আগে হায়দরাবাদে আশ্রয় নিচ্ছেন। বিজেপি ও বিআরএসের নেতারা অভিযোগ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, সরকারি কোষাগারের খরচে তাঁরা আসছেন। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তেলেঙ্গানার মন্ত্রী।

New Update
telangana minister .jpg

নিজস্ব সংবাদদাতা :  বিজেপি ও বিআরএসের নেতারা অভিযোগ করেছেন, অন্যান্য রাজ্যের বিধায়করা সরকারী কোষাগারের খরচে হায়দরাবাদে আসছেন। কংগ্রেসের রাজনীতিতে যুক্ত হচ্ছে। এই প্রসঙ্গে তেলেঙ্গানার মন্ত্রী উত্তম কুমার রেড্ডি বলেছেন, "এই অভিযোগগুলির কোনও ভিত্তি নেই। এগুলো অর্থহীন। নির্বোধের মতো কথা বলছে। বিজেপির আমাদের বিধায়কদের প্রলোভন দেখানোর চেষ্টা করছে।  অন্যান্য রাজ্যের বিধায়করা  অন্য শহরে থাকতে এসেছেন।  জাতীয় দল হিসেবে কংগ্রেস পার্টি এবং তেলেঙ্গানা খরচ বহন করছে।"