আর সহ্য নয়! চীনকে এবার কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

বার বার চীন অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে। এই প্রসঙ্গে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর উত্তর দেন। তিনি বলেন, "অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, ছিল এবং থাকবে।"

author-image
Tamalika Chakraborty
New Update
ppmmodii2.jpg

নিজস্ব সংবাদদাতা: অরুণাচল প্রদেশকে বার বার চীন নিজেদের বলে দাবি করছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর উত্তর দেন। তিনি বলেন, "অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, ছিল এবং থাকবে। কেন্দ্রের উন্নয়ন কাজগুলি কীভাবে সূর্যের প্রথম রশ্মির মতো অরুণাচল এবং উত্তর-পূর্বে পৌঁছচ্ছে, তা আগের চেয়ে দ্রুততর হচ্ছে।" 

asas

 tamacha4.jpeg