ভারত বিরোধী মন্তব্য! শেষে ক্ষমা চাইলেন প্রাক্তন প্রেসিডেন্ট

ভারত বিরোধী মন্তব্য করেছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী। যার জেরে বেশিরভাগ ভারতীয় মালদ্বীপ বয়কট করেন। মালদ্বীপের পর্যটন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চাইলেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট।

New Update
maldives former president (1).jpg

নিজস্ব সংবাদদাতা: ভারত বিরোধী মন্তব্যের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মালদ্বীপের পর্যটন। মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেছেন, "মালদ্বীপের পর্যটনে ব্যাপক প্রভাব পড়েছে। আমি বর্তমানে ভারতে আছি। এই ঘটনা নিয়ে খুব চিন্তিত। আমি বলতে চাই এই ঘটনার জন্য মালদ্বীপ 'দুঃখিত'।

maldives president edit.jpg

আমরা 'দুঃখিত' যে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা চাই ভারতীয়রা তাঁদের ছুটিতে মালদ্বীপে ভ্রমণ করুন আগের মতো। আমাদের আতিথেয়তায় কোন পরিবর্তন হয়নি। নিম্ন-স্তরের সরকারি কর্মকর্তারা যাঁরা এই কাণ্ডের সঙ্গে যুক্ত, মালদ্বীপ সরকার তাঁদের অপসারিত করেছে।  তাই আমি মনে করি  আমাদের স্বাভাবিক সম্পর্কে ফিরে যেতে হবে।"

MALDIVES EDIT 2.jpg

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg