এখনই রেহাই নেই ঘূর্ণিঝড় থেকে! সতর্কবার্তা ওড়িশা উপকূলে

ছত্তিশগড় ও ওড়িশা উপকূলে নিম্নচাপের প্রভাব দেখতে পাওয়া যাবে। চেন্নাইয়ের একাধিক অঞ্চল এখনও জলের তলায়। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরিতে বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

New Update
cyclone 1.png

নিজস্ব সংবাদদাতা:  মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরি। প্রবল বৃষ্টিপাতও হয়। যার জেরে চেন্নাই সহ তামিলনাড়ুর চেন্নাই সহ একাধিক অঞ্চল জলের তলায় চলে যায়। বর্তমানে ঘূর্ণিঝড় শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই নিম্নচাপের প্রভাব অন্ধ্র উপকূলের পাশাপাশি উত্তর-পূর্ব তেলেঙ্গানা এবং দক্ষিণ ছত্তিশগড়-দক্ষিণ ও ওড়িশা-উপকূলীয় অঞ্চলে দেখা যাবে।