নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ের মিঠি নদী পরিষ্কার ও পলি তোলার কাজে একটি কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তদন্ত শুরু করেছে এবং ৭ লক্ষ টাকা নগদ, বেশ কিছু ডিজিটাল ডিভাইস এবং ২২টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/05/25/AY0ORqHmckLSVkFji8hM.JPG)
ED সূত্রে জানা গেছে, মুম্বাই, কোচি ও ত্রিশূরের মোট ১৮টি জায়গায় হানা দিয়ে তল্লাশি চালানো হয়। তদন্ত শুরু হয় মুম্বাইয়ের আজাদ ময়দান থানায় করা একটি FIR-এর ভিত্তিতে। অভিযোগ, ১৩ জন ব্যক্তি ও সংস্থা মিলে মুম্বাই পুরসভাকে (BMC) ৬৫ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি করেছে।
এই মামলায় অভিনেতা দিনো মোরিয়ার নাম রয়েছে, এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ED তলব করেছে।