/anm-bengali/media/media_files/Z5hMyaSprGntsIxbY1OH.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটটি উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটি দুর্দান্ত বাজেট। এই বাজেটে সমাজের সমস্ত অংশের যত্ন নেওয়া হয়েছে। এই বাজেট যুব, দরিদ্র, কৃষক, নারী এবং সমাজের সকল শ্রেণী ও সেক্টরের উন্নয়নের প্রচার করবে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত বছরের বাজেট বরাদ্দের তুলনায় প্রায় ৯.৫ শতাংশ বেশি এবং প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন আমাদের সরকারের অগ্রাধিকার এবং এর জন্যও ১.৮০লক্ষ কোটি টাকা মূলধন বরাদ্দ করা হয়েছে।২০২৫-২৬ সালের বাজেট আমাদের বাহিনীর ক্ষমতাকে আরও অনেকটা বাড়িয়ে দেবে।"
#WATCH | Delhi: On #UnionBudget2025, Defence Minister Rajnath Singh says, "The budget presented by Finance Minister Nirmala Sitharaman is a great budget to realize the dream of developed India. All sections of the society have been taken care of in this budget. This budget is… pic.twitter.com/9K2gpzkoM7
— ANI (@ANI) February 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us