নিজস্ব সংবাদদাতা: শ্রীনগরে পৌঁছেছেন দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার সকাল থেকে বান্দিপোরায় সেনা অভিযান চলছে। গোটা অভিযান নিয়ে সেনাপ্রধানকে বিস্তারিত তথ্য আপডেট দেন আর্মি কমান্ডরা। কাশ্মীরের গোটা পরিস্থিতি নিয়ে আজই পর্যালোচনা বৈঠক করবেন সেনাপ্রধান।
/anm-bengali/media/media_files/2025/04/25/HaTy6ywfF2muROLT4EjX.jpg)