"ইনি সেই সোনিয়া গান্ধী"...! সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির চার্জশিটে ক্ষুব্ধ এই নেতা

কি দাবি এই নেতার?

author-image
Anusmita Bhattacharya
New Update
rahul sonia sd1.jpg

নিজস্ব সংবাদদাতা: ন্যাশনাল হেরাল্ডের অর্থ পাচার মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট নিয়ে নোটিশের বিষয়ে কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি মুখ খুললেন। তিনি বলেছেন, "ইনি সেই সোনিয়া গান্ধী যিনি প্রধানমন্ত্রী পদের মুকুট তাঁর মাথা থেকে খুলে একজন সৎ নেতা মনমোহন সিংয়ের মাথায় তুলেছিলেন। তিনি ত্যাগের এক বিশাল উদাহরণ। ইনি সেই রাহুল গান্ধী যার বাবা জাতির জন্য আত্মত্যাগ করেছিলেন। এই ধরণের লোকদের এই মামলায় টেনে আনা হচ্ছে। তারা (কেন্দ্র) একটি দেশপ্রেমিক পরিবারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে। এটি নিন্দনীয়"।

Charanjit Channi Shocker, Says India Never Conducted Any Strike After  Pulwama, No Proof Till Date, BJP Fumes | Republic World