নিজস্ব সংবাদদাতা: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ বলেছেন, "আন্তর্জাতিক নারী দিবসে আমি দেশের সকল নারীকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, রান্নাঘর থেকে মন্ত্রিসভা, সীমান্ত থেকে আকাশ পর্যন্ত, দেশের কন্যারা তাদের অলৌকিক কাজ দেখিয়ে এগিয়ে চলেছেন। দেশের কন্যারা প্রতিটি ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করছে। এখন ভারতের কন্যারা একটি উন্নত ভারতের সংকল্প পূরণের জন্য যাত্রা শুরু করেছে।"
/anm-bengali/media/media_files/ce3aGH3Gr8IkJf32koyC.jpg)