/anm-bengali/media/media_files/2025/07/06/gavai-2025-07-06-23-53-58.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে মারাঠি ভাষা নিয়ে চলমান রাজনৈতিক ও সামাজিক বিতর্কের মাঝে, এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে এলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই। মুম্বইয়ে নিজের শৈশবের স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষণের শুরুতেই ভাষা নিয়ে নিজের দোটানার কথা প্রকাশ করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, "আমি দ্বিধায় ছিলাম, মারাঠিতে বলব নাকি ইংরেজিতে... ম্যাডাম মারাঠিতে বললেন, কিন্তু অনেকে হয়তো বুঝবেন না।" এরপরই নিজেই মারাঠিতে বলে ওঠেন, “মারাঠিতে বলব? সবাই বুঝবে তো? আচ্ছা, মহারাষ্ট্রে এখন এসবই চলছে…”
এই মন্তব্যের মাধ্যমে বিচারপতি গাভাই স্পষ্ট ইঙ্গিত দেন যে, মারাঠি ভাষার মর্যাদা ও প্রচলন নিয়ে রাজ্যে যে বিতর্ক চলছে, তা তিনি উপেক্ষা করেননি। তাঁর এই আন্তরিক স্বীকারোক্তি এবং পরবর্তী পুরো বক্তব্য মারাঠিতে দেওয়ার সিদ্ধান্ত উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শুধু একজন প্রধান বিচারপতি হিসেবে নয়, নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে গাভাই এক সামাজিক বার্তাও দিয়েছেন বলে মনে করছে বিশ্লেষক মহল।