যাও গিয়ে মোদীকে বলো.... স্বামীকে খুন করার পর এমনই উত্তর দিল জঙ্গিরা

জঙ্গি হামলার ঠিক পরের ভিডিও প্রকাশিত হয়েছে। যাতে আপনি আঁতকে উঠতে পারেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Pahalgam-Terror-Attack-Injures-5-Tourists-Raises-Alarm-Ahead-of-Amarnath-Yatra


নিজস্ব সংবাদদাতা: হামলার পরেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখান থেকে জঙ্গি হামলার ভয়াবহতা অনায়াসে আন্দাজ করা যায়। ভিডিওতে এক মহিলাকে পাগলের মতো চিৎকার করতে দেখতে পাওয়া যায়। তিনি বলতে থাকেন, "আমার স্বামীকে বাঁচান।" অন্য এক নাবালককে দেখতে পাওয়া যায় এদিক ওদিকে ভয়ে হাঁটতে। এক মহিলা বলেন, "কর্ণাটক থেকে ছেলে ও স্বামীর সঙ্গে আমি এসেছিলাম। আমার সামনে আমার স্বামীকে মেরে দিল। আমি বললাম, আমাকেও মেরে দিন। কিন্তু আমাকে মারল না। বলল, তোমাকে মারব না, যাও মোদীকে বলে দাও।" অন্যদিকে, এক মহিলা জানান, তিনি তাঁর স্বামীর সঙ্গে ভেলপুরি খাচ্ছিলেন। সেই সময় জঙ্গিরা এসে নাম পরিচয় জানতে চায়। হিন্দু জানার পরেই তাঁকে খুন করা হয়। 
একটি সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও দেওয়া হয়েছে। যেখানে রক্তাক্ত দেহ রয়েছে। ভিডিওটি আপনাকে বিচলিত করতে পারে।