/anm-bengali/media/media_files/2025/04/22/8j491todRyjg3DvDBfF0.webp)
নিজস্ব সংবাদদাতা: হামলার পরেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখান থেকে জঙ্গি হামলার ভয়াবহতা অনায়াসে আন্দাজ করা যায়। ভিডিওতে এক মহিলাকে পাগলের মতো চিৎকার করতে দেখতে পাওয়া যায়। তিনি বলতে থাকেন, "আমার স্বামীকে বাঁচান।" অন্য এক নাবালককে দেখতে পাওয়া যায় এদিক ওদিকে ভয়ে হাঁটতে। এক মহিলা বলেন, "কর্ণাটক থেকে ছেলে ও স্বামীর সঙ্গে আমি এসেছিলাম। আমার সামনে আমার স্বামীকে মেরে দিল। আমি বললাম, আমাকেও মেরে দিন। কিন্তু আমাকে মারল না। বলল, তোমাকে মারব না, যাও মোদীকে বলে দাও।" অন্যদিকে, এক মহিলা জানান, তিনি তাঁর স্বামীর সঙ্গে ভেলপুরি খাচ্ছিলেন। সেই সময় জঙ্গিরা এসে নাম পরিচয় জানতে চায়। হিন্দু জানার পরেই তাঁকে খুন করা হয়।
একটি সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও দেওয়া হয়েছে। যেখানে রক্তাক্ত দেহ রয়েছে। ভিডিওটি আপনাকে বিচলিত করতে পারে।
जम्मू-कश्मीर के पहलगाम में पर्यटक रिसॉर्ट पर आतंकी हमला, अमरनाथ यात्रा से पहले सुरक्षा पर सवाल#पहलगाम, जम्मू-कश्मीर – अमरनाथ यात्रा की तैयारियों के बीच, सोमवार को पहलगाम क्षेत्र स्थित एक पर्यटक रिसॉर्ट पर आतंकी हमला होने की सूचना है। हमले में कई पर्यटक घायल हुए हैं, जिनमें एक… pic.twitter.com/62A11k7frB
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) April 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us