নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সম্বলে একটি মন্দির নতুন করে খুলে দেওয়া হয়েছে। শনিবার মন্দিরটি খুঁজে পাওয়া যায়। জানা যাচ্ছে ১৯৭৮ সাল থেকে এই মন্দিরটি বন্ধ ছিল। সম্বল সার্কেল অফিসার অনুজ কুমার চৌধুরী বলেন, দখলের তথ্য পরিদর্শনের সময় এই মন্দিরটি তাঁরা খুঁজে পেয়েছেন। তিনি বলেন, আমরা খবর পেয়েছিলাম, একটি মন্দির দখল করা হয়েছে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে আমরা একটা মন্দির দেখতে পাই। সম্বল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বন্দনা মিশ্র বলেন, জেলা প্রশাসন বিদ্যুৎ চুরির তদন্ত করতে গিয়ে এই মন্দিরটি খুঁজে পাওয়া গিয়েছে। মন্দিরটির ওপর দখল নেওয়া হয়েছিল। সেটা সরানো হচ্ছে।
সেই মন্দিরটি ১৯৭৮ সাল থেকে বন্ধ হয়ে পড়েছিল। এতদিন পর মন্দিরটা খোলা হয়। মন্দিরটি পরিষ্কার করে রবিবার ভোরে সেখানে হনুমানজীর পুজো করা হয়।
#WATCH | Uttar Pradesh: Morning aarti being performed at the Hanuman Temple which was discovered in Sambhal during an anti-encroachment drive carried out by district police and administration, yesterday. pic.twitter.com/QUBwGb3sNc
— ANI (@ANI) December 15, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us