হায়দরাবাদ কাঁপানো অভিযান! বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ারের বাড়ির যেখানেই হানা, সেখানেই টাকা পাহাড়

হায়দরাবাদে বিদ্যুৎ দফতরের ডেপুটি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ২ কোটি টাকা নগদ ও প্রচুর সোনা উদ্ধার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
cash telangana

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভোর থেকে হঠাৎ করেই তেলেঙ্গানা অ্যান্টি-করাপশন ব্যুরো (এসিবি) চালায় বড়সড় অভিযান। বিদ্যুৎ দফতরের মানিকোন্ডা ডিভিশনের সহকারী বিভাগীয় ইঞ্জিনিয়ার আম্বেদকরের একাধিক  বাড়িতে  একসঙ্গে শুরু হয় এই তল্লাশি।

arrested 123

অভিযানে চমকপ্রদ তথ্য হাতে আসে এসিবির। আম্বেদকরের বাড়ি এবং তাঁর এক আত্মীয় সত্যিশের বাড়ি থেকে পাওয়া যায় নগদ প্রায় ২ কোটি টাকা। শুধু নগদ নয়, উদ্ধার হয়েছে সোনার অলংকারও। তবে সোনার সঠিক মূল্য এখনও গণনা করা হয়নি।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, আত্মীয়ের নামে বাড়িটি আসলে বেনামি সম্পত্তি। কোথা থেকে এত টাকা ও সম্পদ এল, তা নিয়েই এখন শুরু হয়েছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।