New Update
/anm-bengali/media/media_files/2025/09/16/cash-telangana-2025-09-16-19-00-17.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভোর থেকে হঠাৎ করেই তেলেঙ্গানা অ্যান্টি-করাপশন ব্যুরো (এসিবি) চালায় বড়সড় অভিযান। বিদ্যুৎ দফতরের মানিকোন্ডা ডিভিশনের সহকারী বিভাগীয় ইঞ্জিনিয়ার আম্বেদকরের একাধিক বাড়িতে একসঙ্গে শুরু হয় এই তল্লাশি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
অভিযানে চমকপ্রদ তথ্য হাতে আসে এসিবির। আম্বেদকরের বাড়ি এবং তাঁর এক আত্মীয় সত্যিশের বাড়ি থেকে পাওয়া যায় নগদ প্রায় ২ কোটি টাকা। শুধু নগদ নয়, উদ্ধার হয়েছে সোনার অলংকারও। তবে সোনার সঠিক মূল্য এখনও গণনা করা হয়নি।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, আত্মীয়ের নামে বাড়িটি আসলে বেনামি সম্পত্তি। কোথা থেকে এত টাকা ও সম্পদ এল, তা নিয়েই এখন শুরু হয়েছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us