‘জনতা বদল চায়’— তেজস্বী যাদবের মন্তব্যে নতুন জল্পনা বিহার রাজনীতিতে

বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদবের মন্তব্য়ে নতুন করে আলোড়ন তৈরি করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
tejashwwio1.jpg

নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনীতিতে ফের উত্তেজনা বাড়ালেন আরজেডি নেতা তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। তিনি দাবি করেছেন, “বিহারের মানুষ এখন পরিবর্তন চায়। তাঁরা বর্তমান সরকারের কাজে সন্তুষ্ট নন।”

একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই রাজনৈতিক সমীকরণে বড় চমক দেখা যাবে। তেজস্বীর কথায়, “আরও কয়েকজন উপমুখ্যমন্ত্রী থাকবেন। কয়েক দিনের মধ্যেই সবাই জানতে পারবেন।”

tejashwiyadavq1.jpg

তেজস্বীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। তিনি কি মহাগঠবন্ধনের ভেতরে নতুন ভারসাম্য তৈরি করছেন, নাকি রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন— তা নিয়ে আলোচনা তুঙ্গে।

আরজেডি সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে দল মানুষকে ‘পরিবর্তনের আশা’ দেখাতে চায়। নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার নিয়ে অসন্তোষ কাজে লাগাতে চায় মহাগঠবন্ধন।

তেজস্বী যাদবের এই বক্তব্যে একদিকে যেমন জোটের মধ্যে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে, অন্যদিকে শাসক জেডিইউ- বিজেপি শিবিরে অস্বস্তি বেড়েছে।