/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির পাহাড়গঞ্জে ভয়াবহ ঘটনা। সার্বোদয় বাল বিদ্যালয়ের গেটের সামনে দিনদুপুরে ঘটে গেল কিশোরকে ছুরিকাঘাতের নৃশংসতা। বছর ১৫-র এক ছাত্রকে তিন কিশোর মিলে আক্রমণ করে। পুলিশের দাবি, পুরনো শত্রুতার জেরে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়।
রক্তাক্ত অবস্থায় ওই কিশোর সরাসরি ঢুকে পড়ে পাহাড়গঞ্জ থানায়। পুলিশের চোখ কপালে—কারণ তখনও তার বুকের মধ্যে গেঁথে ছিল ছুরি। মুহূর্ত নষ্ট না করে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় কালাওয়াতি সরণ হাসপাতালে। পরে আরএমএল হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা সফলভাবে অস্ত্রোপচার করে ছুরি বের করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে আহত কিশোর জানান, অভিযুক্ত তাকে স্কুলগেটের কাছে ডাকে। সেখানে দুই সহযোগীকে নিয়ে হাজির হয় সে। কথা কাটাকাটির পর হঠাৎই এক জন ছুরি চালায়, অন্য দু’জন মিলে তাকে চেপে ধরে। তদন্তে পুলিশ আরও উদ্ধার করেছে একটি ভাঙা বিয়ার বোতল, যেটি দিয়ে ভয় দেখানো হয়েছিল কিশোরকে।
অভিযোগ, হামলার মূল কারণ ছিল আগের ঝামেলা। মূল অভিযুক্তের ধারণা ছিল, ভিকটিম নাকি কয়েকদিন আগে তার উপরে অন্য ছেলেদের দিয়ে হামলা করিয়েছিল। সেই প্রতিশোধ নিতেই এই নৃশংসতা।
ঘটনার পর টার্গেটেড রেইড ও স্থানীয় তথ্যসূত্র কাজে লাগিয়ে মাত্র ৩ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us