/anm-bengali/media/media_files/2025/06/30/mumbai-techie-2025-06-30-20-14-12.jpg)
নিজস্ব সংবাদদাতা: নাভি মুম্বইয়ের জুইনগর এলাকার ঘটনার কথা শুনে শিউরে উঠছেন সকলে। একটি ফ্ল্যাটে টানা তিন বছর ধরে একাকী বন্দি অবস্থায় কাটিয়েছেন এক ৫৫ বছর বয়সী ব্যক্তি। তাঁর নাম অনুপ কুমার নায়ার। কোনও অপরাধমূলক কাজ নয়, বরং দীর্ঘদিনের মানসিক অবসাদ ও গভীর মানসিক ট্রমার কারণেই নিজেকে এইভাবে ঘরবন্দি করে ফেলেছিলেন তিনি।
ঘটনাটি ঘটেছে জুইনগরের সেক্টর ২৪-এর ঘারকুল সোসাইটিতে। অনুপবাবু একসময় পেশায় ছিলেন একজন দক্ষ কম্পিউটার প্রোগ্রামার। তবে জীবনযুদ্ধে হেরে গিয়ে, সমাজ থেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলেন। কোনও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বা প্রতিবেশীর সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ ছিল না। দিনের পর দিন, মাসের পর মাস তিনি নিজের ফ্ল্যাটেই আটকে ছিলেন।
তাঁর একমাত্র বাইরের জগতের যোগাযোগ ছিল অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। সেই মাধ্যমেই নিজের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/30/echie-2025-06-30-20-15-18.jpg)
সম্প্রতি পনভেলের NGO ‘SEAL (Social and Evangelical Association for Love)’-এর কর্মীরা খবর পেয়ে তাঁর বাড়িতে পৌঁছন। দরজা খুলে তাঁরা যা দেখেন, তাতে শিউরে ওঠেন সকলে। ভিতরে এক অন্ধকার ঘরে আবর্জনার স্তূপের মধ্যে পড়ে রয়েছেন অনুপবাবু। পায়ে মারাত্মক সংক্রমণ, শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।
SEAL-এর পক্ষ থেকে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমাদের সমাজে নিঃসঙ্গতা ও মানসিক স্বাস্থ্য সমস্যার গভীরতা কতটা মারাত্মক রূপ নিতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us