TCS-এর কর্মী ফুটপাথে! বেতন আটকে ঘরহীন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

মাসের পর মাস বন্ধ বেতন। ঘরহীন কর্মী রাত কাটালেন TCS-এর ক্যাম্পাসের বাইরে ফুটপাথে।

author-image
Tamalika Chakraborty
New Update
TCS Employees

নিজস্ব সংবাদদাতা: পুনের আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর অফিসের বাইরে ফুটপাথে ঘুমিয়ে থাকা এক কর্মীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। ছবিটি ঘিরে প্রশ্ন উঠছে, ভারতের তথাকথিত "ড্রিম জব" আইটি ইন্ডাস্ট্রিতেও কি কর্মীদের সাথে এমন অমানবিক আচরণ হতে পারে?

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সৌরভ মোরে নামের ওই কর্মী পুনের সাহ্যাদ্রি পার্ক ক্যাম্পাসের বাইরে ফুটপাথে শুয়ে আছেন। অভিযোগ, মাসের পর মাস বেতন আটকে রাখার কারণে তিনি বাড়িভাড়া দিতে না পেরে রাস্তায় রাত কাটাতে বাধ্য হন। সৌরভ দাবি করেছেন, একাধিকবার কোম্পানির এইচআর বিভাগের সঙ্গে যোগাযোগ করেও সমস্যার সমাধান পাননি।

tcs

ফোরাম অফ আইটি এমপ্লয়িজ (FITE) রবিবার প্রথম ছবিটি সোশ্যাল মিডিয়ায় (X) শেয়ার করে। মুহূর্তেই সেটি নেটিজেনদের মধ্যে ক্ষোভের ঝড় তোলে। অনেকেই বলছেন, দেশের অন্যতম শীর্ষ আইটি সংস্থার কর্মী যদি এমন পরিণতির শিকার হন, তবে শিল্পের ভেতরের বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।