/anm-bengali/media/media_files/o5R9hntlG5pgzrRufBV2.jpg)
নিজস্ব সংবাদদাতা: তথাগত রায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "হাইকোর্টের জজদের বিরুদ্ধে জঘন্য আদালত অবমাননাকর মন্তব্য করে সুপ্রিম কোর্টে দল পাঠিয়েছিলেন মাননীয়া। একদিনের শুনানীতে খরচ নিদেনপক্ষে দু’কোটি টাকা। মাননীয়ার টাকা নয়, তৃণমূলেরও টাকা নয় - আমার আপনার ট্যাক্সের টাকা। মাননীয়ার এক অনুচর উকিল, যার ওকালতির চেয়ে বেশি খ্যাতি ‘খিচ মেরি ফটো খিচ’ নামক খ্যামটা নাচে, বলেছিলেন, পাঁচ মিনিটে আদেশ স্টে হয়ে যাবে। কিছুই হয় নি। চাকরি বাতিলের আদেশ যথাপূর্বং বলবৎ আছে। মন্ত্রিসভার কোন সদস্যকে হাজতে ঢোকানো যাবে না, শুধু এই অংশটুকু স্টে হয়েছে। আর কতদূর অপমানিত হতে পারে, আর কতদূর চোর প্রমাণিত হতে পারে , আর কতদূর মুখে ঝামা ঘষে দেওয়া যেতে পারে একটা রাজনৈতিক দলের ? বা তার নেত্রীর ?"
/anm-bengali/media/media_files/kW7Xzqab0D8VYPxcMLFC.jpg)
হাইকোর্টের জজদের বিরুদ্ধে জঘন্য আদালত অবমাননাকর মন্তব্য করে সুপ্রিম কোর্টে দল পাঠিয়েছিলেন মাননীয়া। একদিনের শুনানীতে খরচ নিদেনপক্ষে দু’কোটি টাকা। মাননীয়ার টাকা নয়, তৃণমূলেরও টাকা নয় - আমার আপনার ট্যাক্সের টাকা। মাননীয়ার এক অনুচর উকিল, যার ওকালতির চেয়ে বেশি খ্যাতি ‘খিচ মেরি…
— Tathagata Roy (@tathagata2) April 29, 2024
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us