/anm-bengali/media/media_files/2025/07/14/stant-man-died-2025-07-14-18-35-28.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রান হারালেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় স্টান্টম্যান রাজু। শনিবার, ১৩ জুলাই, পরিচালক পা. রঞ্জিত ও অভিনেতা আর্যার আসন্ন ছবির শ্যুটিং চলাকালীন ঘটে এই দুর্ঘটনা। একটি ভয়ঙ্কর গাড়ি উল্টে যাওয়ার দৃশ্য শ্যুট করছিলেন রাজু, সেখানেই ঘটে বিপত্তি।
সূত্রের খবর, একটি এসইউভি গাড়ি চালিয়ে র্যাম্পের উপর দিয়ে লাফ দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারান রাজু। গাড়িটি অস্থির হয়ে পড়ে সামনে দিকে ঝাঁপিয়ে পড়ে, আর ঠিক তখনই মুখ থুবড়ে মাটিতে আছড়ে পড়েন রাজু। ঘটনায় রাজুর গুরুতর চোট লাগে, এবং সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
এই খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা দক্ষিণী চলচ্চিত্র জগতে। অভিনেতা বিশাল, যিনি বহু সিনেমায় রাজুর সঙ্গে কাজ করেছেন, এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করে নিজের শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, “এই খবরটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। রাজু আজ সকালে আর্যা ও রঞ্জিতের ছবির শ্যুটিংয়ে গাড়ি উল্টে যাওয়ার দৃশ্য করতে গিয়ে মারা গেলেন। আমি রাজুকে বহু বছর ধরে চিনি। তিনি আমার অনেক ছবিতেই বিপজ্জনক স্টান্ট করেছেন, এক সাহসী মানুষ ছিলেন তিনি।”
এই ঘটনাকে কেন্দ্র করে সিনেমা সেটে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। স্টান্ট সিকোয়েন্সে কি যথেষ্ট সতর্কতা নেওয়া হয়? এই মৃত্যু কি এড়ানো যেত?
তামিল ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে স্টান্ট পারফরম্যান্সে দক্ষতার জন্য পরিচিত ছিলেন রাজু। তাঁর অকালমৃত্যু শুধু এক জন শিল্পীর হার নয়, বরং সিনেমা দুনিয়ায় এক বিরাট শূন্যতার সৃষ্টি করল।
Stunt master SM Raju dies while performing high-risk car toppling stunt during film shoot in TN.
— BhikuMhatre (@MumbaichaDon) July 14, 2025
Sad! These're REAL unsung heroes who perform dangerous stunts for so-called Superstars who can't even ride a horse for 15 minutes. For that, they either get meagre payments or de@th. pic.twitter.com/oRZRz4MuIW
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us