জেলে বসেই যোগাযোগ চায় ২৬/১১ -এর চক্রান্তকারী, আদালতের নির্দেশে নড়েচড়ে বসেছে তিহাড়

পরিবারের সঙ্গে কথা বলতে চেয়ে আদালতের দ্বারস্থ তাহাওয়ুর রানার।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
rana

নিজস্ব সংবাদদাতা: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাওয়ুর রানার পরিবারের সঙ্গে কথা বলার আবেদন নিয়ে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে শুনানি। সোমবার আদালত তার আবেদন গ্রহণ করে এবং তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছে। জেল বিধি মেনেই পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি চেয়েছেন রানা।

tahawar rana

বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তাহাওয়ুর রানা এবং আগামী ৬ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতেই রাখা হবে। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ৪ জুন।