আদালতে হাজির হওয়ার পর কী দাবি করলেন তাহাব্বুর রানা!

তাহাব্বুর রানাকে আরও ১২ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
ahabbur ranan lawter

নিজস্ব সংবাদদাতা: তাহাব্বুর রানাকে আরও ১২ দিন এএনআই-এর হেফাজতে থাকতে হবে। এই প্রসঙ্গে ২৬/১১ সন্ত্রাসী হামলার অভিযুক্ত তাহাব্বুর রানার আইনজীবী পীযূষ সচদেব বলেছেন, "১২ দিন পর তাকে আবার হাজির করা হবে। আরও তদন্তের জন্য এনআইএ তার হেফাজতের দাবি জানিয়েছে। তাহাব্বুর রানা আজ আদালতে বক্তব্য রাখেননি।"

rana