আরজি কর কাণ্ডে নতুন মোড়, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দেবাংশু বসাক
কামিয়ানস্কেতে রুশ হামলায় নিহত ১, আহত ৮ — ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মৃতদেহ
ইভানো-ফ্রাঙ্কিভস্কে অফিসে চার্জিং স্টেশন বিস্ফোরণ — আহত দুই, ৪০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে
সুমি অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় বেসামরিক গাড়ি বিধ্বস্ত
রুশ ড্রোন হামলায় দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চল কাঁপল — আহত চার, ভবন ক্ষতিগ্রস্ত
তাংধারে অগ্নিকাণ্ড রুখল সেনাবাহিনী — বিপর্যয় থেকে বাঁচল গোটা গ্রাম
অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের ৫২ শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু
ঝাড়খণ্ডের ডি‌জিপি অনুরাগ গুপ্তার স্বেচ্ছা অবসরের আবেদন গৃহীত
বালি পাচার কাণ্ডে প্রথম গ্রেপ্তার, ইডির জালে ব্যবসায়ী

মুম্বাই হামলার সঙ্গে আইএসআইয়ের সঙ্গে সরাসরি যোগ! তাহাব্বুর রানাকে জিজ্ঞাসাবাদে উঠে এল বিস্ফোরক তথ্য

মুম্বাই হামলার সঙ্গে আইএসআইয়ের সঙ্গে সরাসরি যোগের কথা স্বীকার করলেন তাহাব্বুর রানা।

author-image
Tamalika Chakraborty
New Update
rana

নিজস্ব সংবাদদাতা: ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার তদন্তে বড় সাফল্য NIA-এর।  মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাব্বুর রানা জিজ্ঞাসাবাদে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগের কথা স্বীকার করেছেন। ১২ এপ্রিল তাহাব্বুর রানাকে  আমেরিকা থেকে প্রত্যর্পণ করা হয়।  সেখানেই তিনি কিছু বিস্ফোরক তথ্য NIA-কে দিয়েছেন বলে জানা গিয়েছে। 

Nia

জানা গিয়েছে তাহাব্বুর রানা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন হামলার পরিকল্পনার সঙ্গে পাকিস্তানের আইএসআই অফিসার মেজর সমীর এবং মেজর ইকবাল সরাসরি যুক্ত ছিলেন।  ২০০৮ সালের হামলার প্রধান কর্মকর্তা হিসেবে আইএসআই কাজ করেছিল বলে জানা গিয়েছে।  এনআইএ উভয় ব্যক্তির পাশাপাশি অন্যদের স্কেচও তৈরি করেছে, যার মধ্যে একটি রহস্যময় ব্যক্তিও রয়েছে যার নাম "ডি"। দুবাইয়ে বসবাসকারী এই সন্দেহভাজন ব্যক্তির দাউদ ইব্রাহিম নেটওয়ার্কের সাথে যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এটি এখনও নিশ্চিত নয় বলে জানা গিয়েছে।